চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিনের ছোট চাচা, পৌরসভা হালকাকারা ২নং ওয়ার্ড নিবাসী খুইল্ল্যা মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে ইউনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই এলাকার মরহুম আবদুল কাদের সিকদারের ছোট ছেলে। মরহুমের নামাজে জানাজা সোমবার জোহর নামাজের পর (বেলা ২টায়) হালকাকারা মৌলভীরচর বায়তুর রহমত জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এদিকে, সাংবাদিক নেতা একেএম বেলাল উদ্দিনের ছোট চাচার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদসহ প্রেসক্লাবের কর্মকর্তারা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।