চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় (চকরিয়া কলেজের দক্ষিণ পার্শ্বে) সাইফুল ইসলাম আজহার প্রদত্ত বঙ্গবন্ধু স্পুটিং ক্লাব আয়োজিত ও পরিচালিত শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্ট ১৪নভেম্বর বিকেল ৩টায় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টূর্ণামেন্টের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ও ক্রীড়াবীদ রেজাউল করিম সেলিম, কাকারা বনবিট কর্মকর্তা হুমায়ুন কবির, সাংবাদিক জহিরুল আলম সাগর, সাংবাদিক জামাল হোছাইন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক আজাহারুল ইসলামসহ অনুষ্ঠান আয়োজনকারী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় অনেক উপরে। এধরণের চর্চা থাকলে গ্রামের ছেলেরা চকরিয়ার কৃতি সন্তান মুমিনুল হকের মত বিশ্বসেরা খেলোয়াড় সৃষ্টি হবে। তিনি খেলাধুলায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত বরাদ্ধ দিয়েছেন। ক্রীকেট ও ফুটবল খেলাকে তিনি এগিয়ে নিতে চান।