উখিয়া প্রতিনিধিঃ:দেশের সীমান্ত জনপদ কক্সবাজারের উখিয়া উপজেলা। সীমান্তের এ জনপদে তৎকালীন বিএনপি সরকারের স্থানীয় নেতাদের টানা শাসনে অস্তিত্ব হারিয়েছিল বর্তমান সরকারের আওয়ামীলীগ। রাজনৈতিক মাঠে ৪ বার সংসদ নির্বাচিত হয় বিএনপির সাবেক এমপি শাহাজাহান চৌধুরী। তার পরপরই উখিয়াতে তাদের পরিবারের অবস্থান। উপজেলা পর্যায়ে তার ভাই শাহজালাল চৌধুরী এবং সারওয়ার জাহান চৌধুরী বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়। পরে রাজনৈতিক কেন্দ্র বিন্দু খ্যাত রাজাপালং ইউনিয়ন ও তাদের পরিবারের শাহ কামাল চৌধুরী টানা ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হয়। আওয়ামীলীগ রাজনৈতিক সংকটে পড়ে কক্সবাজারের বিশেষ অঞ্চল উখিয়া। উখিয়ায় একদিকে শাহাজাহান চৌধুরীর পরিবার অন্যদিকে নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়া চৌধুরী পরিবার। কালের বিবর্তনে ভাটা পড়া আওয়ামীলীগের মাঠ চাঙ্গা করতে মাঠে নামে তরুণ প্রজন্মের নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনিই শাহজাহান চৌধুরী পরিবার থেকে রাজাপালং’র মসনদ ব্যালেট বিপ্লবের মধ্য দিয়ে কেড়ে নেয়। জাহাঙ্গীর কবির চৌধুরী ছাত্রজীবনে কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগ পরবর্তীতে রাজাপালং ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব পরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সর্বশেষ উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পান, যা এখনো বহাল আছেন। পাশাপাশি বর্তমান সরকারের মনোনীত নৌকা প্রতিক নিয়ে দু-বার চেয়ারম্যান নির্বাচিত হয়। স্বাধীনতার পর থেকে এ জনপদের রাজাপালং ইউনিয়নে জনগণের প্রতক্ষ্য ভোটে আওয়ামীলীগ থেকে প্রথম বারের মতো জাহাঙ্গীর কবির চৌধুরীই নির্বাচিত হয় চেয়ারম্যান। তিনি তৈরি করে হাজারো নেতাকর্মী। রাজনৈতিক, সমাজিক, রাষ্ট্রীয় ও ক্রীড়া অঙ্গনে রেখেছে অপরিসীম ভূমিকা। মিছিল, মিটিং, জাতীয় দিবস পালনেও একজন রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে তিনি দায়িত্বশীল।
এরিমধ্যে স্থানীয় একটি চক্র তার রাজনৈতিক অগ্রযাত্রাকে প্রশ্নবৃদ্ধ করার পায়তারা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।