চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার চিরিংগা-কাকারা-সুরাজপুর অটো টেম্পো ও অটো রিক্সা চালক সমবায় সমিতি লিঃ (রেজি:নং ৯০৬কক্স) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ২৯ অক্টোবর কাকারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন ও নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী একাধিক প্রার্থী ও সমিতির অনেক সদস্যবৃন্দ জানান, নির্বাচন পরিচালনা কমিটি ম্যানেজ হয়ে নির্বাচনে অনিয়ম, জালিয়তি ও ভোট কারচুপি করেছে। উক্ত সমিতির ভোটার সাইফুল (ভোটার নং-২৮৫)ও নুরুল আলম (ভোটার নং-৩১৯)সহ বেশ কিছু সদস্য সাংবাদিকদের জানান, তারা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ব্যালট নাই বলে জবাব দিয়ে ভোট গ্রহন কার্যক্রম শেষ করে দিয়েছেন। শ্রমিকরা গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে ফলাফল বাতিলের দাবী জানান। এ ব্যাপারে ৩০ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিনসহ সাধারণ ভোটার ও প্রতিদ্বন্ধী প্রার্থীরা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি প্রদান করেন। এসময় কারচুপি ও জালিয়তির মধ্যদিয়ে অনুষ্টিত নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দেয়ার দাবী জানান। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান ২ দিনের মধ্যে ঘটনার সত্যতা যাচাই করে প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা সমবায় কম্র্কর্তা ও কাকারা ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।