চকরিয়া উপজেলার লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল ২৭ অক্টোবর (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বোস্তানুল ইসলাম রায়হানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট লুৎফুল কবির, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, কাকারা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক আমিনুজ্জামান, সমাজসেবক সাঈদুল হক চৌধুরী, ইসমাইল হোসেন তুহিনসহ অতিথি বৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, ছাত্র -ছাত্রী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।