কুষ্টিয়ার মঞ্চ মাতালেন লুপর্না মুৎসুর্দ্দী (লোপা)

বিনোদন ডেস্ক: ফকির লালন সাঁইয়ের ১২৯ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া লালন একাডেমির আম্ত্রণে চট্টগ্রামের লুপর্না মুৎসুর্দ্দী (লোপা) কুষ্টিয়া ছেউড়িয়া লালন মঞ্চে “আল্লা বলো মনেরি পাখি আমার” গানটি পরিবেশন করে হাজার হাজার দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন। এতে আরও সংগীত পরিশেন করেন জনপ্রিয় বাউলশিল্পী টুনটুন বাউল, সফি মন্ডল,কাংগালিনী সুফিয়া, রিংকু, রাখী শবনম,আশা লতা, সমির বাউল, মাহাবুবা আক্তার শিল্পী, ক্ষুদে গানরাজের স্বাধীন বাউল, দিলীপ বড়ুয়া, সাহবুল সহ আরও অনেক জনপ্রিয় বাউল শিল্পীরা সংগীত পরিশেন করেন।