১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে তিনি ভারপ্রাপ্ত ওসি খায়রুজামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল নবাগত ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবিরকে ফুলের শুভেচ্ছা জানান।
এর আগে সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। কক্সবাজারসদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম’কে বরিশাল জেলা পুলিশে বদলী করায় তার পদে স্থালাভিসিক্ত হন সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।
অভিনন্দন :
কক্সবাজার সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কক্স টিভির প্রধান উপদেষ্টা কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্স টিভির চেয়ারম্যান এ.কে.এম রিদওয়ানুল করিম; নিউজ কক্সবাজার ডটকম এর সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দ্য ডেইলি ট্রাব্যুনালের কক্সবাজার জেলা প্রতিনিধি, কক্স টিভির চীফ নিউজ এডিটর শাহজাহান চৌধুরী শাহীন, কক্সটিভির নির্বাহী প্রধান, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি অাব্দুল মজিদসহ কক্সটিভি ডটকম পরিবার।