চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া পৌর এলাকায় প্রতিপক্ষ কতৃক বসতভিটার টিনেরঘেরাও ভেঙ্গে রাস্তা তৈরী করার অপচেষ্টাকালে,বসতভিটার মালিকপক্ষ বাঁধা প্রদান করিলে ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী ব্যবহারকরে জমি মালিক পক্ষের ৪ গৃহবধুকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে,চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড দিগরপানখালী হিন্দু পাড়া এলাকার প্রয়াত সচীন্দ্র মহাজনের ৬ পুত্রের মধ্যে চারপুত্র যথাক্রমে শুবল,পরিমল,হারাধন ও লিটন দে তাদের পরিবার পরিজন নিয়ে পৈত্রিক প্রাপ্ত সম্পত্তিতে শতাধিক বছর পূর্বের বসতবাড়ীতে জীবন-যাপন করে আসছে।হঠাৎ পার্শ্ববতী দারোগাধর নামের জনৈক ব্যক্তি তার বসতভিটা অল্প দূরবর্তী অপর প্লটের জমি ক্রয় করেন। উক্ত জমিতে চলাচলের জন্য নতুন একটি রাস্তা তৈরী করার জন্য শুবল ও পরিমল গং এর বসতভিটার টিনের ঘেরাও স্ম্পূর্ন ভেঙ্গে দিয়ে রাস্তা নির্মানের অপচেষ্টাকালে জমি মালিক পক্ষ বাঁধা প্রদান করে এবং কারণ জানতে চাইলে প্রতিপক্ষ দারোগাধর গং ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া স্বশস্ত্র সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে। হামলায় শুবলের স্ত্রী জটিলা বালা,পরিমলের স্ত্রী রুপনা,রুপনের স্ত্রী রুমি ও সুমন দে এর স্ত্রী বৃষ্টি রানী দে আহত হয়েছে। শুবল দে জানান ঘটনার সময় স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলামের ইন্ধনে ও তার উপস্থিতিতে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।