চকরিয়া অফিস:
চকরিয়া গ্রামার স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধিত চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল কাদের, চকরিয়া গ্রামার স্কুল পরিচালনা কমিটি (এডুকেয়ার ফাউন্ডেশন) এর সভাপতি অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বিশিষ্ট আইনজীবি ও ডিরেক্টর এডভোকেট মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ এম ফরিদ উদ্দিন, ডিরেক্টর হেকিম মনজুরুল কাদের বাবুল, সহকারি প্রধান নুর মোহাম্মদসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার বলেন, বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্যতা রেখে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে গ্রামার স্কুল। যা অন্যান্য বেসরকারী স্কুলের তুলনায় ও প্রতিযোগিতায় এবং সাফল্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। ঢাকা-চট্টগ্রামের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিচ্ছে গ্রামার স্কুল। জেলা ও উপজেলা প্রশাসনের সরকারী-বেসরকারী যেকোন প্রতিযোগিতায়ও সফলতা ধরে রেখেছে। এরপূর্বে গত ৪ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ এবং গ্রামার স্কুলের এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত ১৩৯জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।