কক্সবাজার জেলার চকরিয়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদ কমপ্লেক্সের ৩য় তলার ছাদ লাগিয়ত করা হইবে। আগ্রহীদের আগামী ২০/০৯/২০১৯ইং জুমার নামাজের পর ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরতযোগ্য) জমা প্রদান করে নাম-তালিকাভূক্ত করার অনুরোধ রহিল। এদিন বাদে আছর সকলের উপস্থিতিতে ওপেন টেন্ডার অনুষ্ঠিত হবে।
টেন্ডারের শর্তাবলী:
১) মসজিদ, মাঝে গলি এবং মার্কেটের অংশসহ মোট ১০,৪০০ (দশ হাজার চার শত) স্কয়ার ফিট ছাদ বিল্ডিং এর প্লান অনুযায়ী আপনাকে নিজ খরচে নির্মাণ করে নিতে হইবে। ২)। আপনাকে ৯৯ বছরের জন্য চুক্তিপত্র দেওয়া হইবে। ৩) মসজিদের অংশ বাকী রেখে মসজিদ ও মার্কেটের মাঝখানে গলি উলয়ের চলাচলের জন্য উন্মুক্ত রেখে বাকী পুরো ছাদ কর্মাশিয়াল স্পেস হিসাবে ব্যবহার করা যাইবে। কিন্তু উভয়পাশের সিঁড়িসহ বিল্ডিং এর মূল ডিজাইন ঠিক রাখতে হইবে। ৪) ওপেন টেন্ডারে মসজিদের একাউন্টে সর্বোচ্চ জামানত দাতা ও প্রতি স্কয়ার ফিটে সর্বোচ্চ ভাড়া দাতাকে টেন্ডারে নির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে গন্য করা হইবে। ৫) টেন্ডারে নির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জামানতের নির্ধারিত টাকার ১০% উপস্থিত সকলের উপস্থিতিতে জমা দিতে হইবে, (যাহা ফেরৎযোগ্য নহে)। ৬) উপরে উঠার লিফটের জায়গা মসজিদ কমিটি ব্যবস্থা করিয়া দিবেন। ৭) নির্ধারিত ভাড়া প্রতি স্কয়ার ফিটে ১ টাকা হারে ৫ বছর পর পর ৩ বার বৃদ্ধি হইবে। ৮) শরীয়ত সম্মত নয় এমন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আবাসিক হোটেল কমার্শিয়াল স্পেসে করা যাইবে না। ৯) ৪র্থ ও ৫ম তলার ছাদ উপরোক্ত শর্ত /আলোচনা সাপেক্ষে দেওয়া যাইতে পারে। ১০) বাকী শর্তাবলী আলোচনা সাপেক্ষে সংযোজন করা হইবে।
নিবেদক- সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদ, পরিচালনা কমিটি।
যোগাযোগ: সভাপতি- ০১৮১৯ ০৩৩৮৬২, কার্যকরী সেক্রেটারী- ০১৮১৫ ১১৪৫৪১।##