চকরিয়া প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন পার্শ্বের রাস্তায় খোলা অবস্থায় ময়লা আবর্জনার স্তুপ মারাত্মক দুর্গন্ধও জীবাণু ছড়াচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, স্কুলের অফিস সহায়ক সাদেকের বাসার পাশের আঙিনা পৌর খোলা ড্রেইনের ময়লা আবর্জনায় সয়লাব। পরিবার পরিজন নিয়ে অসহায় ভাবে মানবেতর জীবনযাপন করছে সাদেক।
দুই বছর যাবৎ সংশ্লিষ্টদের অনেকবার আবেদন নিবেদনেও দয়ার উদ্রেক হচ্ছে না বলে জানিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। তিনি বলেন ‘বিগত দুই বছর ধরে এরূপ সচিত্র আবেদন করে আসতেছি।কিন্তু প্রতিকারে কোন সুহৃদয় ক্ষমতাবান মহান ব্যক্তি এগিয়ে আসছে না’।
উদ্ভূত পরিস্থিতিতে পরিবেশ সুরক্ষা আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষক এনামুল হক। তিনি অারো জানান এসব ময়লা অাবর্জনায় এডিস মশার জন্ম হতে পারে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তেক্ষপ কামনা করেছেন।