আবদুল মজিদ:
সংযুক্ত আরব আমিরাত,আবুধাবি খালিফা পার্কের ভি.আই. পি হল রুমে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম ব্যবসায়ীক কমিউনিটি ডায়নামিক টাচ্ এসোসিয়েশনের ২য় বর্ষপূর্তি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হয়। মুহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চলানায় ও ডায়নামিক টাচ্ এসোসিয়েশনের বিজনেস ডেভলপমেন্ট কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক অবুধাবি শাখার ম্যানেজার আব্দুল হাই, সিলেট জেলা প্রবাসী সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ স্বপন, বাংলাদেশী কমিউনিটির নেতা মাসুদ চৌধুরী এবং খলিফা পার্কের ইভেন্ট ম্যনেজার নিজাম উদ্দিন। সংযুক্ত আরব আমিরাত সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নানের তত্ত্বাবধানে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ও বিজনেস ডেভলপমেন্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হন মুহাম্মদ মামুনুর রশিদ, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, আবু হানিফ, সাইফুদ্দিন খোকন, আব্দুর রহিম ও শেখ ফরিদ, বিজনেস ডেভলপমেন্ট কমিটিতে নির্বাচিত হন জনাব নিজাম উদ্দিন মানিক, আলহাজ্ব জয়নাল আবেদীন জনু, এম ইউনুচ চৌধুরী ইমু, আব্দুল আওয়াল কামাল, ও হেলাল উদ্দিন। উক্ত অনুষ্টানে কার্যনির্বাহী কমিটি ও বিজনেস ডেভলপমেন্ট কমিটির সম্মানিত সদস্যরা গুরুত্বপূর্ণ ও ব্যবসায়ীক দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং উপস্থিত সবাইকে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রবাসী বাংলাদেশীদের সংকটপুর্ণ ভাবমুর্তি উত্তরণে সহায়ক ভুমিকা পালনের অনুরোধ জানান।
বক্তারা বলেন এই সংগঠন বর্তমানে মধ্যেপ্রাচ্যের প্রভাবশালী সংগঠন, প্রতিটি কার্যক্রম ও অগ্রগতি খুবই প্রশংসনীয় ও মনো মুগ্ধকর, এই সংগঠনের ন্যায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আরো অনেক ব্যবসায়ীক সংগঠন সংগঠিত হয়েছে, এই সংগঠন ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজিক কার্যক্রম ও প্রবাসী বাংলাদেশীদের কে অবস্থানরত দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বিভিন্ন ভুমিকা রাখায় বেশ পরিচিত হয়ে উঠেছে। সভায় ১৯৫২ ভাষা শহীদদের আতœার মাগফেরাত, ঢাকা চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা এবং সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ওসমান গনি।