বঙ্গবন্ধু প্রেমী এতিম শিশু শিহাবের পড়াশোনার দায়িত্ব নিলেন ছাত্রলীগের মুন্না চৌধুরী…
এ.কে.এম রিদওয়ানুল করিমঃ বঙ্গবন্ধু প্রেমী এততিম শিশু শিহাবের পড়াশোনার দায়িত্ব নিলেন কক্সবাজার সদসর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী। পিতৃ হারা শিশু তাজিমুল ইসলাম শিহাব, ৬ বছরের এই পিচ্চিটা যখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি বঙ্গবন্ধুর মত করে উপস্থাপন করে তখন অবাক কিংবা অানন্দে অাপ্লুত না হয়ে পারবেন না কেউ, ছেলেটির বাবার নাম মরহুম মুজিবুর রহমান, (বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র রাসেলের কথা মনে পড়ে গেল) শিশুটি যখন একেবারে দুধের বাচ্চা তখনই বাবাকে হারায়, বাবার বাড়ি লার পাড়া, নানার বাড়ি বাংলাবাজার,। ছাত্রলীগের রবিউলের ভাগ্নে শিহাব, বাংলাবাজার কেজি এন্ড হাই স্কুলের ১ম শ্রেণির ছাত্র। অল্প বয়সে পিতা হারা এতিম শিশুটি যখন তার স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগীতায় বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সবাইকে মুগ্ধ করে প্রথম স্থান অধিকার করে। সে প্রথম হবার খবর টি যখন মুন্না চৌধুরীর কানে আসে তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে যায় তখন ভাবেন তার জন্য কিছু একটা করতে পারলে মনে হয় নিজে শান্তি পাবে এর আগে নয়। যেমন চিন্তা তেমন শিশুটির পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিলেন মুন্না চৌধুরী। মুন্না চৌধুরি বলেন মানবতার দিকে চেয়ে আমি ছেলেটির পাশে দাড়িয়েছি, যার ভেতর লুকায়িত আছে বঙ্গবন্ধুর অমিয়বাণী। তিনি সদর উপজেলা শিক্ষা অফিসার এবং ইউএনউ মহোদয়ের কাছে আবেদন করে বলেন এই এতিম শিশুটির পাশে দাড়ানোর জন্য।