কুতুবদিয়া প্রতিনিধিঃ কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া নিবাসী সর্বজন শ্রদ্ধেয়, বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণী ব্যক্তিত্ব কুতু্বদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন প্রধান শিক্ষক মাষ্টার জাফর আহমদ কুতুবীর নামাযে জানাযা বিকেল পাঁচটায় পরান সিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট এ গুরুজনের জানাযায় হাজার হাজার শোকাহত মানুষের ঢল নেমে আসে। জানাযা পড়ান বড়ঘোপ সিনিয়র মাদ্রাসার শিক্ষক, পরান সিকদার পাড়া জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা আবদুল মান্নান। জানাযা পূর্বোত্তর বক্তব্য রাখেন মরহুমের প্রাক্তন ছাত্র, জেলা জর্জ মাহবুবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের সদস্য আহমদ উল্লাহ, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাছির উদ্দীন, মরহুমের ছোট ভাই ডাঃ কাশেম, ও মরহুমের প্রাক্তন ছাত্র বাঁশখালী পুঁইছড়ি জমিদার বাড়ির সন্তান আনোয়ারুল আজিম।
উল্লেখ্য যে, তিনি দীর্যদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। আজ সকাল আনুমানিক ৭ টা নাগাদ নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো কুতুবদিয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে।