চকরিয়া অফিস:
চকরিয়া আন নূর মাদরাসার দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল রোববার ১০ফেব্রুয়ারি মাদরাসা প্রাঙ্গণে শুভ উদ্বোধন হয়েছে। সকাল ৯টায় কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও মাদরাসা পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ নূরীর সার্বিক তত্ত্বাবধানে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আহবায়ক আন নূর ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ শোয়াইব। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যাপক মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারি এইচ.এম এহছানুল হক, পরিচালক এইচ.এম মোজাম্মেলুল হক, পরিচালক মুহাম্মদ কলিমুল্লাহ ও চকরিয়া পলিটেকনিক কলেজের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী নুর মোহাম্মদ। এসময় শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার ১১ফেব্রুয়ারি সকাল ৮টায় ক্রীড়া প্রতিযোগিতার বাকি পর্ব এবং সকাল ৯টায় বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, হযরত শাহজালাল (রঃ), হাজী শরিয়ত উল্লাহ (রঃ) ও শহীদ তীতুমীর (রঃ) নামে হাউজ ভাগ করে দুই দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে