চকরিা অফিস
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। রোববার ১০ ফেব্রুয়ারি আওয়ামীলীগ সভানেত্রীর ঢাকাস্থ ধানমন্ডীর কার্যালয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় দফায় চকরিয়া উপজেলায় গিয়াস উদ্দিন চৌধুরী নাম সহ ১২২ টি উপজেলার আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করেন। স্থানীয় সরকার প্রার্থী মনোনয়ন বিষয়ক আওয়ামীলীগের ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই প্রার্থীতালিকা চুড়ান্ত করে। উল্লেখ্য, আগামী ১৮ মার্চ চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এদিকে গিয়াস উদ্দিন চৌধুরী নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ায় চকরিয়ার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে