চকরিয়া অফিস:
চকরিয়ায় স্কীমের পানি চলাচলের ড্রেইন কেটে দিয়ে কৃষকদের চাষাবাদী বিপুল পরিমাণ জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কোনাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্বকোনাখালী সিকদারপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। এনিয়ে স্কীম ম্যানেজার ওই এলাকার মৃত আমির হোছাইনের পুত্র আবদুল মোমেন বাদী হয়ে ৩ ফেব্রুয়ারী’১৯ইং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বিবাদী করা হয়েছে অভিযুক্ত ৪নং ওয়ার্ডের লতাবুনিয়া পাড়া গ্রামের মোক্তার আহমদের স্ত্রী জাহানারা বেগম ও পুত্র বাদশা মিয়াকে।
অভিযোগে জানাগেছে, বাদী আবদুল মোমেন দীর্ঘ ৩০ বছর ধরে স্কীম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে কৃষকের আমন-আউসসহ সব মৌসুমে পানি সরবরাহ দিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি সময় থেকে অভিযুক্তরা স্থানীয় কৃষকদের চাষাবাদী জমিতে স্কীমের পানি সরবরাহে প্রতিবন্ধকতা ও স্কীমের পানি চলাচলের ড্রেইন কেটে দেওয়ার চেষ্টা করায় তিনি বাদী হয়ে জেলা প্রশাসক,কক্সবাজারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। সর্বশেষ গত ১৬জানুয়ারী এলাকার ২ শতাধিক কৃষকের প্রায় ৪০ একর জমিতে স্কীমের পানি সরবরাহকালে অভিযুক্তরা প্রকাশ্য দিবালোকে ১২ ফুট লম্বা ড্রেইন কেটে দেয়। ফলে বর্তমানে দরিদ্র কৃষকদের জমিতে পানি চলাচল বন্ধ রয়েছে। এনিয়ে স্কীম ম্যানেজারসহ সাধারণ দরিদ্র কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন