জহিরুল আলম সাগর,চকরিয়া
চকরিয়া উপজেলা বরইতলীতে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ২জন আহত হয়েছে। শুক্রবার (১ফেব্রুয়ারী) বিকাল ৫টায় পহরচাঁদা ৮নং ওয়ার্ডের সবুজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, ওই এলাকার বশির আহমদের পুত্র বেলাল উদ্দীন সাথে একই এলাকার মোহাম্মদ খোকনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার বিকেলে বেলাল উদ্দীন পহরচাঁদা কুতুববাজার থেকে বাড়িতে যাওয়ার পথে ৮/১০ জন লোক নিয়ে গতিরোধ করে হামলা চালায় বশির আহমদ গং। হামলাকালে বেলাল উদ্দীন (৩২)কে কিরিছ ও লোহার রড দিয়ে সর্বশরীরে আঘাত করে। ওই সময় তার শোর চিৎকারে মোহাম্মদ হানিফের স্ত্রী রাজিয়া বেগম(২২) এগিয়া আসলে তাকেও মারধরে আহত করেছে। উল্লেখ্য যে, বেলাল উদ্দীনের অসুস্থ পিতাকে ভারতে মাদ্রাজে চিকিৎসা খরচের জন্য নেওয়া রক্ষিত ১লাখ টাকা ও ৩টি মোবাইল সেট অস্ত্রের মুখে জোর পূর্বক লুট করে নিয়ে যায়। আহতরা বর্তমানে চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানাগেছে