লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০১৯ পরীক্ষার্থী রবিউলের শিক্ষা জীবন অনিশ্চিত! প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন।
চকরিয়ার লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলার কারণে মেধাবী ছাত্র রবিউল হাসান পরিক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না, উল্লেখ্য যে বিগত বছরও দুই জন ছাত্র পরীক্ষা অংশ নিতে পারেনি বলে এমন অভিযোগ রবিউলের ভাই জাহেদুল ইসলামের। সবশেষে জাহেদুল ইসলামের বক্তব্য যেন তার ভাই অন্যান্য পরীক্ষার্থী মত পরীক্ষা দিতে পারে এমন ব্যবস্থা করার দাবি জানিয়েন, অভিবাবকেরা মানববন্ধনে শিক্ষকের অবহেলার কারণ খতিয়ে দেখে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন এবং মেধাবী ছাত্র রবিউলকে পরিক্ষা দিতে পারার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।