নতুন কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
চকরিয়া অফিস:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড শাখার পূর্বের কমিটি বিলুপ্ত গোষণা করে ২৭ জানুয়ারী আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মোহাম্মদ হারুন কোম্পানীকে পূনরায় সভাপতি এবং জাকির হোসাইন সিনিয়র সহ-সভাপতি এবং মোহম্মদ আইয়ুবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় শ্রমিকলীগ চকরিয়া পৌরসভা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল হোসেন ধলু।
উল্লেখ্য, আগামী এক মাসের মধ্যে উক্ত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে জাতীয় শ্রমিকলীগ চকরিয়া পৌরসভার সভাপতি ও সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পূণরায় নির্বাচিত ২নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা মো: হারুন কোম্পানী ও সাধারণ সম্পাদক মোহম্মদ আইয়ুবসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।