আবদুল মজিদ,চকরিয়া
চকরিয়া কোরক বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থী বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল রোববার (২৭জানুয়ারী) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত। প্রধান অতিথির বক্তব্য রাখছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।
কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নূরুল আখের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল হাকিম দুলাল, চকরিয়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল কবির। সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কমিটির সদস্য নুরুল আবছার, হাজী নুর আহমদ সওদাগর, মকছুদুল হক ছুট্টো, কাউন্সিলর মছুদুল হক মধু, সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, শফিকুল কাদের, মো: সোহেল প্রমূখ।অনুষ্ঠানের এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন