স্বাধীন বাংলা বিজয় কেতন এ্যাওয়ার্ড পেলেন কুতুবদিয়ার আরঙ্গজেব মাতবর
করিমঃ কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি , শেরে বাংলা রত্ন এ্যাওয়ার্ড প্রাপ্ত আরঙ্গজেব মাতবর সরকারের তৃণমূল উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ২য় বারের মত বিজয় কেতন এ্যাওয়ার্ড লাভ করার গৌরব অর্জন করেছেন। গত ২০ জানুয়ারী (রবিবার) ঢাকার সেগুন বাগিচা প্রফেসর আখতার ইমাম মিলনায়তনে স্বাধীনতা সংসদ ও স্বাধীন বাংলা সংসদ( স্বাবাস) এর উদ্যোগে বিচারপতি সৈয়দ মাহাবুব মোরর্শদ এর ১০৮তম জন্মজয়ন্তী উপলক্ষে বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের জীবন ও কর্ম ”শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে “স্বাধীন বাংলা বিজয় কেতন এ্যাওয়ার্ড ২০১৮ সম্মাননায় ভূষিত হলেন। আওরঙ্গজেব মাতবর কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়া এলাকার সম্ভ্রান্ত পরিবার মৃত আবুল কাসেম মাতবরের মেজ সন্তান। এদিকে ২য় বারের মত কৃতিত্ব অর্জন করায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী পরিবার বরাবরেই অভিনন্দন জানিয়েছেন। কুতুবদিয়ার কৃতি সন্তান আরঙ্গজেব মাতবর সম্মান জনক এ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে একমাত্র মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায় সমগ্র কুতুবদিয়াবাসী। উল্লেখ্য সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি একমাত্র কুতুবদিয়া উপজেলার সন্তান যিনি কুতুবদিয়া মহেশখালী সংসদীয় আসনে এমপি পদে প্রার্থী হওয়ার জন্য আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করে আলোচনায় এসেছিলেন।