চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী মানিকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন পরবর্তী নবনির্বাচিতদের নিয়ে প্রথম সভা সোমবার (২১জানুয়ারী) বিকেল ৫টায় স্কুল কার্যালয়ে নির্বাচন পরিচালনায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এম হামিদুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্কুল ম্যানেজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম নির্বাচিত ভিপি, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক, মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা রুস্তম শাহরিয়ারকে বিনাপ্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত করা হয়। এদিকে মানিকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি রুস্তম শাহরিয়ারকে তাৎক্ষনিকভাবে ফুলের তোড়া দিয়ে বরণ করে অভিনন্দন জানান মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের কর্মকর্তারা এবং স্কুল শিক্ষক ও অভিভাবকরা। অফরদিকে বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি রুস্তম শাহরিয়ার বিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের এবং সম্মানীত অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চকরিয়া-পেকুয়ার নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ’র নেতৃত্বে স্কুলের সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন