জহিরুল আলম সাগর,চকরিয়া
চকরিয়ার রেল লাইন প্রকল্পের স্থানীয় এক ইলেক্ট্রিশিয়ানকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামে ঘটেছে এ ঘটনা। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানায়, উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরাখালী পূর্বপাড়া গ্রামের নাজেম উদ্দিনের পুত্র মোহাম্মদ শাহীন (১৮) দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেল লাইন প্রকল্পের চকরিয়া উপজেলার রামপুরস্থ অফিসের আওতাধীন এলাকায় স্থানীয় ইলেক্ট্রিশিয়ান হিসেবে বিদ্যুতের মেকানিক কাজ করেন। ঘটনারদিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পূর্বেথেকে ওৎপেতে থাকা জনৈক কামাল উদ্দিনের পুত্র শোয়াইব হাতে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকালে ইলেক্ট্রিশিয়ান মো: শাহিনের চোখেসহ শরীরে বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়। ওই সময় তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। জানাগেছে, হামলাকারী শোয়াইবের বাড়ি পেকুয়া উপজেলায়। সে কোরাখালীস্থ নানার বাড়ি মোনায়েমের বাসায় থাকেন।এনিয়ে মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন হামলার শিকার পরিবার।