এম আলী হোসেন,চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরে যানজট নিরসনকল্পে পিকআপ,মিনিট্রাক টার্মিনালের স্থান নির্ধারণ করে আনুষ্ঠানিক সূচনা করে দিয়েছেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এজন্য পৌর মেয়র স্থান নির্ধারন করে দেন মাতামুহুরী ব্রীজ সংলগ্ন জম জম হাসপাতালের পাশ্ববর্তী সড়ক বিভাগের পরিত্যাক্ত জমিতে। এর প্রেক্ষিতে পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর নির্দেশে মনিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টায় কক্সবাজার জেলা পিক-আপ, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্র-২২৩২) এর আহবায়ক আলহাজ্ব নজরুল ইসলাম সকল পিকাপ,মিনি ট্রাক সাথে নিয়ে পৌর মেয়রের পক্ষে শুভ উদ্ভোদন ঘোষণা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক শাহাব উদ্দীন, আবু বক্কর ছিদ্দিক, জসিম উদ্দিন, সাত্তার, ইরফান, মনছুর, ফরিদ, মহিউদ্দীন, জসিম রেজা, নুর হোসেন, বেলাল, মানিক, হোছন, শমশু প্রমূখ। অনুষ্ঠানে আহবায়ক নজরুল ইসলাম বলেন, মালিক গ্রুপ ও চলক-শ্রমিকদের সাথে আলোচনা করে ওই স্থান নির্ধারণ করা হয়। ফলে ওই স্থান থেকেই সকল গাড়ী আসা যাওয়া করবে। পৌর মেয়র আলমগীর চৌধুরী জানিয়েছেন, মহাসড়ক ও পৌর শহরে যানজট নিরসনের জন্য এখন থেকে সকল পিক আপ, ট্রক,মিনিট্রক জম জম হাসপাতালের সামনের সড়ক লাগোয়া স্থান থেকেই যাতায়াত করবে। তিনি এর ফলে যানজট নিরসন হবে বলে আশা প্রকাশ করেন