স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ ব্লাড অ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলার চকরিয়াতে সমাজের অসহায় -দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ২য় পর্ব শুক্রবার দুপুরে সম্পন্ন হয়েছে। সংগঠনের সহঃ অর্থ সম্পাদিকা নিশু জান্নাত লাকী ও দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রিপনের যৌথ সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও প্রকৌশলী (জিপিএইচ ইস্পাত লিঃ) ইঞ্জিনিয়ার হুমায়ুন রশিদ। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আফজাল খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি হাই স্কুলের সহকারী শিক্ষক উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর খাঁন, সমাজ সেবিকা উপদেষ্টা শামীমা ওয়াহিদ, সমাজ সেবক ডাঃখায়রুল ইসলাম, স্থানীয় রাজনীতিবিদ মোঃ আরিফ মঈনুদ্দিন রাসেল। অনুষ্ঠানে বক্তারা সানরাইজের স্বেচ্ছাসেবী কর্মকান্ড সমূহ তুলে ধরে যুব ও ছাত্র সমাজকে সামাজিক ও সেবামূলক কার্যক্রমে যুক্ত হাওয়ায় তাগিদ দেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদিকা হীরু জান্নাত সাথী, যুগ্ন সাধারন সম্পাদক সোহরাব হোসেন, ইউনিট প্রধান চকরিয়া জয় খাঁন, ইউনিট প্রধান চট্টগ্রাম সিফাত আরমান, ইউনিট প্রধান কুমিল্লা খলিলুর রহমান। বক্তব্য শেষে চকরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক অসহায়-দরিদ্র ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা এবং সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহমিনা, রমজান, নিরব, দুর্জয়, তপু, তাপস, বিকাশ, মোজাম্মেল, হিমু, আরিয়ান, জয়, সাইফুর, পূজা, জাহেদ, রক্তিমা, রিনা, ওয়ারেছী, মিনহাজ, আবু সামা,শামীম সহ আরো অনেকে।