শ.ম. গফুরঃ- উখিয়ার বালুখালী গ্রামের হার্টের সমস্যায় আক্রান্ত স্কুল ছাত্র সাইফুলের জন্য চিকিৎসা সহায়তা পাঠালেন উখিয়ার দুবাই প্রবাসীদের সংগঠন – মরুর বুকে “এক খন্ড উখিয়া”। উক্ত সংগঠনের সমন্ধয়ক, উখিয়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘উখিয়া নিউজ টুডে’ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ শিকদার বাপ্পী, সংগঠনের সদস্য প্রবাসী আবুল ফজল বাবুল এর প্রচেষ্টায় অপরাপর সদস্যদের সিদ্ধান্তক্রমে ১০০০০/= টাকা নগদ অর্থ সহায়তা পাঠান। তাদের পক্ষে ১২ জানুয়ারি রাত ৮ টার দিকে বালুখালী পান বাজারে ডা:জসিমের চেম্বারে উক্ত সহায়তা অসুস্থ্য সাইফুলের পিতা নুরুল আমিনের হাতে তুলে দেন, শ.ম. গফুর গণমাধ্যমকর্মী, উখিয়া নিউজ টুডে এর বার্তা প্রধান তানভির শাহরিয়ার, দপ্তর সম্পাদক সংবাদকর্মী এইচ কে রফিক উদ্দিন, ছাত্রলীগ নেতা ইকবাল ফরহাদ নিলয় প্রমুখ।
এসময় বালুখালীর স্থানীয় ডা: জসিম উদ্দিন,রোগীর আত্নীয় সাইফুল ইসলাম,আরিফ,আবসার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসংগত: “বালুখালীর স্কুল ছাত্র সাইফুলের আকুতি আমি বাঁচতে চাই,হ্নদয়বান মানুষের সহযোগিতায়” শিরোনামে শ.ম.গফুর কর্তৃক তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে আরিফ শিকদার বাপ্পী ও আবুল ফজল বাবুল এর নজরে
আসলে উক্ত সহায়তা পাঠান।