চট্টগ্রামে হিযবুত তাহরীরের নেতা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর এর এক নেতাকে বন্দর নগরীতে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
গ্রেফতার সাবকাত আহমেদ (২০) চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (ইউসিটিসি) শিক্ষার্থী।
গ্রেফতার সাবকাত হিযবুত তাহরীর চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার সাবকাত এর বাবার নাম কাওসার আহমেদ চৌধুরী। তিনি পটিয়া থানার খরনা ইউনিয়নের এয়ার আলী চৌধুরী বাড়ির স্থায়ী বাসিন্দা।তিনি নগরীর কোতোয়ালী থানার চার্চ রোডের ‘ডাউন টাউন সিপিডিএল’ ফ্ল্যাট বাড়ির এর বাসিন্দা।
সোমবার দুপুরে নগরীর কোতোয়ালী থানার চার্চ রোড থেকে সাবকাতকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের আফতাব হোসেন জানান , সাবকাত হিযবুত তাহরীর চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান। থানার কাছেই জামে মসজিদের দক্ষিণ পাশে অবস্থান তারা ৫-৬ জন অবস্থান করছিল।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে সাবকাতকে আটক করা হয়।
তার কাছ থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান, আওয়ামী লীগ-বিএনপির শাসন প্রত্যাখান, খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ও কোটা আন্দোলনসহ বিভিন্ন বিষয়ের শতাধিক লিফলেট জব্দ করা হয়।
কাউন্টার টেররিজম বিভাগের এসআই শিবেন বিশ্বাস বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা মামলা করেছেন।