বশির আল মামুন,চকরিয়া:
চকরিয়ায় বাড়ি ফেরার পথে মো: শাহেদুল ইসলাম (২৬) নামে এক ব্যবসায়ী ও চাষীকে গতিরোধ করে কুপিয়ে টাকা ছিনতাই করেছে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল ২৮ ফেব্রæয়ারী রাত ৯টার দিকে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের মহল্লারকুম এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ী ও কৃষক শাহেদ ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের এনাত মিয়ার পুত্র।
অভিযোগে জানাগেছে, শাহেদের ব্যক্তিগত মরিচ চাষ ও বিক্রির হিসেব নিকেশ শেষ করে ওইদিন রাতে বাড়ি ফিরছিলেন। ওই সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা একই ইউনিয়নের ব্রাম্মণপাড়া গ্রামের সিরাজুল হকের পুত্র এলাকার চিহ্নিত দিদার বাহিনীর বাহিনীর প্রধান দিদারের নেতৃত্বে একদল ছিনতাইকারী তাকে গতিরোধ করে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে ব্যবসায়ীক নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল সেট ছিনিয়ে নেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎস তার অবস্থার অবনতি দেখে চমেকে রেফার করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে