চকরিয়া অফিস:
সদ্য প্রকাশিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলায় গোল্ডেন এপ্লাস পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মো: ফরহাদ বিন আজিজ। সে চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ড কদ্দারছড়াস্থ দারুল আজিজ একাডেমী থেকে ২০১৮সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন। তার রোল নং ১৫৫৮, গোল্ডেন এপ্লাসসহ জেলা প্রথম হওয়ার সর্বমোট নাম্বার পেয়েছেন ৫৯৪। সে অত্র একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের বড় ছেলে এবং খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবদুর রহমানের নাতি। অপরদিকে প্রথম বারের মতো ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় দারুল আজিজ একাডেমী থেকে ২১জন শিক্ষার্থী অংশ নিয়ে ১০জন এপ্লাসসহ শতভাগহ সাফল্য অর্জণ করেছে। প্রতিষ্ঠানের ও তার সন্তানের এ কৃতিত্বে এবং ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জনে সকলের কাছে দোয়া চেয়েছেন।