চকরিয়া অফিস:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের রেশন ষ্টোরে চাকরীর প্রভাবে সিএমপি পুলিশ কমিশনারের নাম ভাঙ্গিয়ে নিকটাত্বীয়দের উপর নির্যাতন, মারধর ও জমি-জমা জবর দখলের অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় মরহুম ছাবের আহমদের পুত্র নিজাম উদ্দিন বাদী হয়ে অভিযুক্তসহ ৮জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের ফুলতলা এলাকায়।
প্রাপ্ত অভিযোগে জানায়, ওই এলাকার মরহুম ছাবের আহমদের মালিকানাধীন ৪নং ওয়ার্ডের সবুজবাগ চিনারবিল এলাকায় বেশ কিছু পরিমানে জমি রয়েছে। ওই জমির উপর খারাপ দৃষ্টি পড়ে চট্টগ্রামে পুলিশের রেশন ষ্টোরে চাকরীরত একই এলাকার মৃত আহমদ কবিরের পুত্র ওমর ফারুক গংয়ের। পুলিশ রেশন ষ্টোরে চাকুরী সুবাদে সিএমপি পুলিশ কমিশনারের নাম ভাঙ্গিয়ে এলাকার নিরীহ আত্বীয় স্বজনের জমি জবর দখলে মেতে উঠে। তার প্রধান সহযোগি রয়েছে তার অপর ভাই চকরিয়া পৌরসভার হালকাকারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনি। জমি জবর দখল, হামলা ও লুটপাটের ঘটনায় চলতি ১৩ ডিসেম্বর চকরিয়া থানায় মামলা (নং ২৪/৭৪৮ জিআর) দায়ের করা হয়েছে। মামলার ১নং আসামী ওসমান গনি চাকুরীরত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আতাতে কোন ধরনের ক্লাস না করে অপর ভাই ওমর ফারুক বাহাদুরকে নিয়ে পারিবারিক জমি জবর দখলে ব্যস্ত থাকেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে ওসমানের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে মিস মামলা (নং ৩৭/১৯৯৮) আদেশ নং ৩৫/২০০১ মূলে ৩০ দিনের সিবিল সাজা রয়েছে। বর্তমানে মামলার তুলে নিতে বাদী তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এনিয়ে ১৭ ডিসেম্বর রাতে থানায় জিডি করেছেন ভূক্তভোগী পরিবার।