সংবাদ বিজ্ঞপ্তি:
নিজের জীবনের শংকা থাকায় ঘর থেকে বাইরে গিয়ে গণসংযোগ বা ভোট চাইতে বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন (কক্সবাজার ১) চকরিয়া পেকুয়ার ঐক্যফ্রন্টের প্রার্থী এড.হাসিনা আহমেদ। তিনি (১৮ই ডিসেম্বর) মঙ্গলবার নিজ বাসায় সাংবাদিকদের এমন অভিযোগ করেন। তিনি বলেন, আমি বাইরে বের হলেই আমার ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষন হচ্ছে। যেখানেই গনসংযোগে যাওয়ার ঘোষণা দিই সেখানেই স্থানীয় নেতাদেরকে নৌকার প্রার্থীর সশস্ত্র ক্যাডাররা মারধর করছে। পোষ্টার ছিড়ে ফেলা সহ যারা পোষ্টার লাগাচ্ছেন তাদের বাসায় গিয়ে হামলা করা হচ্ছে। তিনি আরো বলেন, জীবনের নিরাপত্তাহীনতার ব্যাপারে প্রশাসন ও রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তো দুরের কথা নির্বাচনের পরিবেশও নাই বলে অভিযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সহ সভাপতি এম.রায়হান চৌধুরী, সাধারন সম্পাদক একেএম বেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক এস,এম হান্নান শাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, দপÍর সম্পাদক নুরুদ্দোজা জনি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক অলিউল্লাহ রণি, নির্বাহী সদস্য আবদুল মতিন চৌং, সাঈদী আকবর ফয়সাল, বিএম হাবিব উল্লাহ, জামাল হোছাইন, এম.আলী হোছাইন, শাহ জালাল শাহেদ, আবদুল করিম বিটু, নাজমুল সাঈদ সোহেল প্রমুখ।