চকরিয়া প্রতিনিধি:
বিজয়ের ৪৭তম বর্ষ উদযাপনের লক্ষ্যে কক্সবাজারের সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদের বর্ণাঢ্য বিজয় র্যালী ১৬ ডিসেম্বর দুপুর ১২ টায় অনুষ্টিত হয়েছে। পুরাতন এসআলম কাউন্টার থেকে র্যালীটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা টাওয়ারে গিয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ। প্রবালের পরিচালক শিল্পী আরামুল ইসলাম (আরমান মাহমুদ) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবালের সাবেক পরিচালক মুছা ইবনে হোছাইন বিপ্লব। অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান এবং অপসংস্কৃতি প্রতিরোধে দেশের প্রতিটি গ্রাম গঞ্জে সুষ্ঠু সংস্কৃতির ধারা ছড়িয়ে দেওয়ার আহবান জানান।