চকরিয়া অফিস:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্য হাতির আক্রমনে নুরুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা ঘিলাতলীতে একদল বন্য হাতির আক্রমনে ওই কৃষক নিহত হন। হাতির আক্রমনে নিহত কৃষক নুরুল ইসলাম ওই ইউনিয়নের আবাদী ঘোনা গ্রামের বাসিন্দা।
স্থানীয় এলাকাবাসীসূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে কৃষক নুরুল ইসলাম ঘিলাতলী এলাকায় তার পাকা ধান পাহারা দিচ্ছিলেন। এসময় হঠাৎ একদল হাতি এসে তার ধানক্ষেত নষ্ট করার সময় তাকেও আক্রমন করে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এদিকে খবর পেয়ে শনিবার সকালে পেকুয়া থানা
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। বন বিভাগের পেকুয়ার বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা হাতির আক্রমনে কৃষক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো: মিজানুর রহমান জানিয়েছেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে মরদেহ দাফনের বিষয়ে। তবে রিপোর্ট লেখা পর্যায়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ##