চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে শনিবার (১৫ডিসেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত এক সভায় বর্তমান সাংসদ হাজী মৌলভী মোহাম্মদ ইলিয়াছ (এমপি) বলেছেন ৫ বছর পর বড় ভাই জাফরের ঋণ শোধ করলাম। ১০ ম জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসীনা বড় ভাই জাফরকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বড় ভাই জাফর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আমি এমপি হয়েছিলাম। গত ৫ বছরে চকরিয়া-পেকুয়ায় কোটি কোটি টাকার উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করেছি। আমার অসমাপ্ত কাজ গুলো জাফর ভাই এমপি হওয়ার পর শেষ করবে এটাই আমার প্রত্যাশা। একাদশ সংসদ নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলেও আমি নির্বাচন করবনা। রোববার (১৬ডিসেম্বর) থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা নৌকার পক্ষে চকরিয়া ও পেকুয়ায় একসাথে কাজ করবে। আওয়ামীলীগ প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপি ইলিয়াছকে ধন্যবাদ জানান। দীর্ঘ ৪০ বছর পর নৌকার বিজয়কে সুনিশ্চিত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেওয়ার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন মহাজোট প্রার্থী জাফর আলম।
সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও মহিলা পার্টি নেত্রী রেহেনা খানম রাহু, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান জাপা নেতা নুরুল আমিন, পৌরসভা জাপা আহবায়ক আবু ছাদেক, উপজেলা সদস্য সচিব সিরাজুল ইসলাম, পেকুয়া উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক দিদারুল ইসলাম, মাতামুহুরী সভাপতি নুরুল হোসেন মেম্বার, সিনিয়র সহসভাপতি টিপু সোলতান, সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তারসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।