স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -৪(উখিয়া-টেকনাফ)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপির সহধর্মীনি শাহিনা আক্তার চৌধুরীর পক্ষে নৌকার প্রচারণা শুরু করেছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মাষ্টার আব্দু সালামের সুযোগ্য সন্তান বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সম্পাদক মোঃ ইমরান ও বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রফিক উল্লাহ।
মঙ্গলবার ও বুধরার বিকালে টেকনাফ উপজেলার শামলাপুর বাজারের ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে দোকানে,রাস্তাঘাটে সকল শ্রেণীর লোকজনের ধারে ধারে গিয়ে নৌকার পক্ষে শাহিনা আক্তার চৌধুরীর জন্য ভোট চান তারা।এ সময় ছাত্রলীগ নেতা মুরাদ,রাশেল,শাহজাহান,মারুফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইমরান বলেন,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসনে আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপির সহধর্মীনি শাহিনা আক্তার চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন।তাই আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করতে শাহিনা আক্তারের পক্ষে মাঠে নেমেছি।দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সাথী হয়ে এলাকার মানুষের জন্য নিজেকে নিবেদন করতে চাই।