মোজাফফর হোসাইন সিকদারঃ
২৯ শে রবিউল আওউয়াল, ৮ ডিসেম্বর শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারীস্হ মেখল ইউনিয়নের ইছাপুর আঞ্চলিক শাখার ব্যাবস্হাপনায়, জান আলী চৌধুরী স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে জান আলী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে আজিমুশ্বান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হাটহাজারী জামেয়া অদুদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সাবেক ফকিহ, সৈয়দ ফারুক আহমদ মুনিরী (মাঃ জিঃ আঃ)’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নছীহত পেশ করেন গহিরা এফ, কে,জামেউল উলুম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল মোনাওয়ার ( মাঃ জিঃ আঃ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইছাপুর আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব সৈয়দ আরিফুর রহমান, আঞ্চলিক শাখার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দীন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরী। উক্ত মিলাদ মাহফিলে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী, ডঃ মাওলানা সৈয়দ হাসান আল – আজহারী, হাফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম, মাওলানা মোহাম্মদ আলী হায়দার। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্তিত ছিলেন আলহাজ্ব মাওলানা ইউনুচ হেলালী, আলহাজ্ব মাওলানা সৈয়দ মুনিরুর রহমান, আলহাজ্ব মাওলানা সৈয়দ জুননুরাইন, অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান, আলহাজ্ব মাওলানা মোসলেম উদ্দিন, আলহাজ্ব মাওলানা মাহবুবুল আলম, মাওলানা শাহেদ আলী কাদেরী, মাওলানা মোহাম্মদ আবদুল মালেক, হাফেজ মাওলানা আবু বকর, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মুনসুর, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, হাফেজ মোহাম্মদ আবুল কালাম, হাফেজ মাওলানা মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ বোরহান উদ্দিন নেজামী, মাওলানা মোহাম্মদ বদর উদ্দিন প্রমূখ। এন, জহর ও সিটি সেন্টার শফিংমলের চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ সরওয়ার মোর্শেদ ও সুপার প্রপারটিজ লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ওয়ার্ড মেম্বার, ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সরকারী বেসরকারী কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া গাউসিয়া কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে দুর দুরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীগণ রাত এগারোটা পর্যন্ত নছীহত শ্রবণ করেন। ওয়াজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয় এবং সবার মাঝে তবারুক বিতরণ করাহয়।
উল্লেখ্য বিকাল তিনটায় গাউসিয়া খতম সম্পন্ন করা হয়।