আবদুল মজিদ, চকরিয়া:
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৫ নভেম্বর ৪৭তম জাতীয় সমবায় দিবসে চকরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ট সমবায় প্রতিষ্ঠান ও শ্রেষ্ট সমবায়ীর সম্মাননা পেয়েছেন চিরিংগা বহুমুখী সমবায় সমিতি লি: এবং অত্র সমিতির সম্পাদক সাবেক ছাত্রনেতা মো: সেলিম উদ্দিন লিটন। সমিতির পক্ষে ও শ্রেষ্ট সমবায়ীর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সমিতির সম্পাদক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌরসভা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সফল ছাত্রনেতা বিশিষ্ট সমবায়ী মো: সেলিম উদ্দিন লিটন। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত সমবায় সমাবেশে তাকে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার এমএ মান্নান। এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। এদিকে সমিতির সম্পাদক ও শ্রেষ্ট সমবায়ী সেলিম উদ্দিন তার প্রিয় প্রতিষ্ঠান চিরিংগা বহুমুখী সমবায় সমিতিকে সর্বোচ্চ সম্মান দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দ্বিতীয় বারের মত অত্র সমিতির সম্পাদক নির্বাচিত হয়ে সমিতি ও সদস্যদের সম্মান ও সুনাম রক্ষায় আন্তরিকতার সহিত কাজ চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আরো বেশি অর্পিত দায়িত্ব পালনের প্রশাসন ও সমবায়ীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন