নিয়োগ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলার চকরিয়া থানা রাস্তার মাথা সংলগ্ন কক্স ট্রাভেলস্ এন্ড ট্যুর এর জন্য নিম্নোক্ত পদে কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে।
পদবী শিক্ষাগত যোগ্যতা বেতন
রিসিভশনিষ্ট ০১ জন (মহিলা) ডিগ্রী/সমমান (কম্পিউটারে অভিজ্ঞ প্রাথীদের অগ্রাধীকার আলোচনা সাপেক্ষে
কম্পিউটার অপারেটর ০২ জন (মহিলা/পুরুষ) এইস এস সি/সমমান আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রাথীদেরে আগামী ৩০/১১/২০১৮ ইং শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ : কক্স ট্রাভেলস এন্ড ট্যুর,সিকদাল প্লাজা,
থানা রাস্তার মাথা চকরিয়া পৌরসভা,চকরিয়া কক্সবাজার।
মোবাইল :- ০১৮২১৮৯৬৭৩৩, ০১৯৩৩৩৬৯৯৯৪।