
coxstv.কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। রবিবার বেলা ১১ টার দিকে দলটির সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্রটি জাফর আলমের হাতে তুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক আলমগীর চৌধুরী।
প্রসঙ্গত, দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ায় কয়েকদিন আগে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জাফর আলম।