চকরিয়া অফিস:
চকরিয়া পৌর এলাকায় বসতভীটার সীমানা বিরোধে আপন সহোদর ও ভাতিজাদের হামলায় আহত হয়েছে সাবেক মেম্বার প্রতিবন্ধী সহোদর, তার স্ত্রী ও মেয়েসহ ৩জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ২১ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় পৌরসভা ৮নং ওয়ার্ডের ষ্টেশনপাড়া (মাতামুহুরী ব্রীজ লাগোয়া) এলাকায় এ ঘটনা ঘটেছে। এনিয়ে ভূক্তভোগী পরিবারের মো: ইলিয়াছ (সাবেক মেম্বার) এর পুত্র মো: এহেছান হাবিব রায়হান (৩৪) বাদী হয়ে গতকাল ২২ নভেম্বর থানায় মামলা (নং ৩৫,জিআর ৭০৪/১৮) দায়ের করা হয়েছে। এতে আসামী করা হয়েছে মো: ইউনুছের পুত্র মো: রাজন, মো: রিফাত, মো: রাব্বি, মরহুম সোলতান আহমদের পুত্র মো: ইউনুছ, আবুল ফরা’র পুত্র আলী হোছাইনসহ অজ্ঞাত ৭/৮জনকে। ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পরিচালিত হামলায় আহত হয়ে সাবেক মেম্বার ও পঙ্গু মো: ইলিয়াছ (৬৫), তার স্ত্রী বুলবুল আক্তার (৫০) ও তার মেয়ে ইয়াছমিন জন্নাত হীরা (২৭)। এছাড়াও মামলার আর্জিতে সাড়ে ৬৫ হাজার টাকা মূল্যের দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, সাড়ে ২৪ হাজার টাকা মূল্যের একটি স্কীন টাচ্ মোবাইল সেট, বাড়ির আলমারিতে রক্ষিত নগদ ১লাখ ৫০ হাজার টাকা ও ভাংচুরে ৩০ হাজার টাকার ক্ষতির সাধন করেছে। বর্তমানে মামলা দায়ের করায় বাদী ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। উল্লেখ্যযে, হামলায় আহত মো: ইলিয়াছ মেম্বার ও অভিযুক্ত মো: ইউনুছ গং সর্ম্পকে আপন সহোদর।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বাদীর দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারে থানার উপপরিদর্শক গাজী মো: মাঈনুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।##