এ.কে.এম রিদওয়ানুল করিম ঃ
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস যোগদানের এক বছরেই পাল্টে দিয়েছেন পুরো উপজেলার চিত্র। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে দ্বীপের আইন শৃংখলা রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, সামাজিক অবক্ষয়, যৌতুক ও বাল্য বিয়ে রোধ, মাদক ও জঙ্গীবাদ বিরোধী জনমত সৃষ্টিমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন সর্বদা। ফলে খুব অল্প সময়েই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
দ্বীপের শিক্ষার্থীদের মাঝে আধুনিক শিক্ষার আলো ছড়াতে কুতুবদিয়া হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খুলেছেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব।
পুলিশ বাহিনীতে অনেক সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা রয়েছেন। যারা জীবন বাঁজি রেখে সততার সাথে দায়িত্ব পালন করেন। তাদেরই একজন কুতুবদিয়া থানার বর্তমান ওসি। জাতিসংঘের দারফুর মিশন শেষে গত বছরের ১৩ আগষ্ট কুতুবদিয়া থানায় ৩৫তম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন তিনি।