চকরিয়া অফিস:
চকরিয়া পৌর এলাকায় অবৈধভাবে জমি জবর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। থানায় ভূক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজপানখালী পুকপুকুরিয়া এলাকায় ঘটেছে এ ঘটনা। এনিয়ে ওই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভূক্তভোগী পরিবারের অভিযোগে জানাগেছে, পৌরসভার নিজপানখালী পুকপুকুরিয়া বড়পাড়া গ্রামে মৃত এজাহার আহমদের পুত্র আবুল মালেক গংয়ের বিএস খতিয়ান নং ২৩০, দাগ নং ৬২৮ ও ৬৩০ এ ৪৯ শতক জমি রয়েছে। ওই জমিতে সরকারি খাজানাদী পরিশোধসহ শান্তিপূর্ণ ভোগ দখলেও রয়েছেন। কিন্তু একই এলাকার মৃত নুর আহম্মদের পুত্র ছৈয়দুল হক গং বহিরাগত লাঠিয়াল সন্ত্রাসী ভাড়া করে প্রকাশ্য দিবালোকে তাদের (আবদুল মালেক গং) এর জমি জোর পূর্বক জবর দখল করে স্থাপনা নির্মাণ করছে। ইতিপূর্বে প্রতিপক্ষের বিরুদ্ধে কক্সবাজার যুগ্ম ২য় জেলা জজ আদালতে মামলা (নং অপর ২০৪/১৮) দায়ের করেন। বর্তমানে ওই মামলা বিচারাধীন রয়েছে। এরপরও দখল চেষ্টা অব্যাহত রাখায় তারা বাদী হয়ে গত ১৩ নভেম্বর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে প্রেক্ষিতে থানায় শালিসীবৈঠক করেন। কিন্তু আদালতের মামলা ও থানার অভিযোগ উপেক্ষা করে রোববার (১৮নভেম্বর) সকাল ৮টা থেকে জোর করে স্থাপনা নির্মাণকাজ চালায়। খবর পেয়ে দুপুর ১টার দিকে থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেনের নেতৃত্বে সংগীয় পুলিশ ঘটনাস্থলে পৌছে নির্মানকাজ বন্ধ করে দেন। এদিকে ছৈয়দুল হক গং জানিয়েছেন, ওই জমিতে তাদেরও বৈধ মালিকানা রয়েছে। বাদী আবদুল মালেক গং ভিন্নদাগের জমি দখলে রয়েছেন। তাই তারা বৈধ মালিক হিসেবে স্থাপনা নির্মাণ করছেন এবং থানার বৈঠকেও গেছেন