এ,কে,এম রিদওয়ানুল করিমঃ সরকারের তৃণমূল উন্নয়নে বিশেষ অবদানের জন্য “শের-ই-বাংলা রত্ন এ্যাওয়ার্ড- ২০১৮” ভূষিত হলেন কুতুবদিয়ার কৃতি সন্তান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আরঙ্গজেব মাতবর। অাজ বিকাল ৪ টায় রাজধানীর শের-ই -বাংলা মিলনায়তন কক্ষে শের-ই- বাংলা সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত হয় শের-ই-বাংলা রত্ন এ্যাওয়ার্ড ২০১৮ প্রদান আলোচনা সভা ও অনুষ্ঠান। শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৫ তম জন্ম দিবস উপলক্ষে সারা দেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশেষ ব্যক্তি বর্গকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। শের- ই – বাংলা সাংস্কৃতিক জোটের জুরি বোর্ড জরিপের মাধ্যমে সারা দেশ থেকে মাত্র বিশ জনকে এ পুরষ্কার প্রদানের জন্য মনোনীত করেন। জুরি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় তৃনমূল উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কুতুবদিয়ার কৃতি সন্তান তরুণ সমাজ সেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আরঙ্গজেব মাতবরকে
কক্সবাজার জেলা থেকে একমাত্র শের-ই- বাংলা রত্ন এ্যাওয়ার্ড অর্জন করা ব্যক্তি হিসেবে মনোনীত করেন । এ্যাওয়ার্ড এ ভূষিত আরঙ্গজেব মাতবর অনুষ্ঠানে উপস্থিত থেকে মাননীয় বিচারপতি সামসুল হুদা ও শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর নিকট থেকে শের-ই-বাংলা রত্ন এ্যাওয়ার্ড- ২০১৮ পদক গ্রহণ করেন। এসময় অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিশিষ্ট অতিথিবৃন্দ ও পুরষ্কার প্রাপ্ত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অারঙ্গজেব মাতবর এ প্রতিনিধিকে জানিয়েছেন, “এ পুরষ্কার আমার একার নয়, এটা সমগ্র কুতুবদিয়াবাসীর। আমি এ্যাওয়ার্ডটি কুতুবদিয়াবাসীকে উৎস্বর্গ করে দিলাম। তিনি পুরষ্কার প্রদানকারী কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া চেয়েছেন।