চকরিয়া অফিস:
চকরিয়ায় সড়ক বিভাগের কর্র্মরত ৩ কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুর পর থেকে তাদের স্মরনে বিভিন্ন দোওয়া মাহফিল ও শোক পালন করেছে শ্রমিক নেতৃবৃন্দরা। তারই ধারাবাহিকতায় শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল ১৫ নভেম্বর চকরিয়া সড়ক ও জনপথ বিভাগের প্রয়াত শ্রমিক আমির হোসেন, মো.তাহের ও কামাল উদ্দিনের স্মরনে তাদের আতœার মাগফিরাত কামনায় এক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্টিত হয়েছে। চিরিংগা বাসষ্টেশন জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন এম.এ’র সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসাবে তাকরীর পেশ করেন চকরিয়া সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ বশির আহমদ ও মৌলানা আব্দুছালাম নুরীসহ ওলামা মশায়েকবৃন্দ। সওজের কক্সবাজার জেলাশাখার শ্রমিক কর্ম্চারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো.ইব্রাহিমের সার্বিক সহযোহিতা আয়োজিত ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের চকরিয়া অফিসের দায়িত্বরত এসডিও, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আবু এহেছান মুহাম্মদ আজিজুল মোস্তফা। এছাড়া সওজের কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সর্বস্তরের তৌহিদী জনতা