নামাজে জানাজায় অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী জনতা অংশগ্রহণ করেন।
ইফ্ফাত আরা চৌধুরী গত কিছু দিন যাবৎ হৃদরোগের সমস্যায় ভুগ ছিলেন। গতকাল ৫ নভেম্বর’১৮ইং তারিখে রাত আনুমানিক ১১টার সময়ে হঠাৎ বেশী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে অনাকাঙ্খীত ভাবে মৃত্যু ঘটে। এসময় ইফ্ফাতের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক নিহতের আত্মীয় স্বজনেরা সহ এলাকার স্বর্বস্থরের মানুষ তাকে এক নজর দেখার জন্যে নিহতের বাড়িতে ভীড় জমান।
কলেজ ছাত্রী ইফ্ফাত আরা চৌধুরীর অকাল মৃত্যুতে তাদের পরিবারের জামাতা সাংবাদিক মোঃ নাজমুল সাঈদ সোহেল সহ তার অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, নিহত ইফ্ফাত আরা চৌধুরী বান্দরবান সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সাবেক এম পি প্রার্থী মরহুম বদরুল হক চৌধুরীর ছোট ভাই মরহুম আবু তাহের চৌধুরীর কনিষ্ঠ কন্যা। বদরুল হক চৌধুরীর জৈষ্ঠ পুত্র সাইফুল হক চৌধুরী তাঁহার পরিবারের পক্ষ থেকে ছোট বোন ইফ্ফাতের জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন।
চকরিয়ায় লক্ষ্যারচরের ঐতিহ্যবাহী পরিবারের তাহের চৌধুরীর কনিষ্ঠ কন্যা ইফ্ফাতের জানাজা সম্পন্ন
কক্স টিভি চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচরের ঐতিহ্যবাহী রফিক আহমদ চৌধুরীর ছোট ভাই মরহুম আবু তাহের চৌধুরীর কনিষ্ঠ কন্যা চকরিয়া সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অনার্স ৩য় বর্ষ ও আমজাদিয়া রফিকুল উলুম সিনিয়র মাদ্রাসার ফাজিল পরীক্ষার্থী ইফ্ফাত আরা চৌধুরীর (২২) নামাজে জানাজা অদ্য বাদে জোহর সিকলঘাটস্থ আমজাদিয়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।