চকরিয়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত “চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ”র জন্য নিন্মোক্ত পদ সমূহে বিধিমোতাবেক শিক্ষক নিয়োগ করা হইবে।
ক্রমিক নং পদের নাম বিষয় সংখ্যা
০১ সহকারী শিক্ষক গণিত/বিজ্ঞান ০১জন
০২ সহকারী শিক্ষক ইংরেজী ০১জন
০৩ সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান ০১জন
০৪ অফিস সহকারী ব্যবসায় শিক্ষা ০১জন
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২০/১১/২০১৮ইং তারিখের মধ্যে বিদ্যালয়ের নির্দিষ্ট ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে।
নিবেদক- অধ্যক্ষ
চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
গার্লস স্কুল রোড, ওসান সিটি মার্টেক (৩য় তলা)
চকরিয়া পৌরসভা,কক্সবাজার। মোবাইল ০১৮১২ ৩৬৩০৪০।