চকরিয়া অফিস:
চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকায় কাজ করার সময় ৫ তলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে এক নির্মান শ্রমিক। সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতকে প্রথমে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে।
জানাযায়, চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকায় মো: জকরিয়া নামে এক ব্যক্তির ভবনে প্রতিদিনের মত নির্মান শ্রমিকের কাজ করছিল শহীদসহ ৫ শ্রমিক। কাজের সময় অতর্কিতভাবে অসাবধনতাবশত ৫ তলা ছাদ থেকে পড়ে যায় নির্মাণ শ্রমিক। শহিদুল ইসলাম (২৭)। তার বাড়ী উপজেলার বহদ্দারকাটা এলাকায়। বর্তমানে তার অবস্থা আশংখাজনক বলে জানাগেছে। বাড়ীর মালিক জকরিয়ার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিনের মত নির্মান শ্রমিকরা কাজ করছিল তার বাড়ীতে। কাজের সময় অসাবধনতাবশত ৫ তলা ছাদ থেকে পড়ে আহত হয় নির্মাণ শ্রমিক শহিদ।