চকরিয়া অফিস:
কক্সবাজার জেলায় শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চকরিয়া ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরীকে ঢাকায় বিশেষ এ্যাওয়ার্ড সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর বিকেল ৫টায় ঢাকায় জাতীয় পাবলিক লাইব্রেরী গণগ্রন্থাগার ভিআইপি সেমিনার হল মিলনায়তনে শিক্ষা বিস্তারে শেরে বাংলা একে ফজলুল হকের ভুমিকা, ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজনকারী সংগঠনের চেয়ারম্যান এস.এম.আনোয়ার হোসেন অপু। সংগঠনের সাংগঠনিক সচিব সাংবাদিক এস.এম.হান্নান শাহ্। অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদসহ দেশ বরণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে এক বিবৃতিতে ঢাকায় বিশেষ সম্মাননা এ্যাওয়ার্ডপ্রাপ্ত ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ।