চকরিয়া অফিস:
সৃজনে উন্নয়নে বাংলাদেশ এ ¯েøাগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়াজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগীতায় র্যালি, পিঠা উৎসব, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া সরকারী কলেজ অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আতিক উল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের, সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান প্রমূখ।এ দিনটিকে ঘিরে অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে আসা শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন